মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ গতকাল উত্তর চব্বিশ পরগণার টিটাগড়ে ভাগাড়ে জমা আবর্জনার স্তূপের মধ্যে থেকে ১ জন বালকের দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। মৃত বালকের নাম বুলু দাস। বয়স ৯ বছর। বাড়ি খড়দহের নালীর মাঠ এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে বুলু নিখোঁজ ছিল। পরিবারের তরফে টিটাগড় থানায় নিখোঁজ ডায়েরীও করা হয়েছিল।
এদিন প্রথমে সাফাইকর্মীরাই ওই ভাগাড় থেকে আবর্জনা সরানোর সময় বালকের দেহ দেখতে পান। এরপর দ্রুত টিটাগড় থানায় খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ব্যারাকপুরের বিএন বসু হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, মৃতদেহটি নিখোঁজ হয়ে যাওয়া ওই বালকের হতে পারে। কিন্তু কবে কিভাবে মৃত্যু হয়েছে? আর ভাগাড়ের মধ্যেই বা এসেছে কিভাবে, তা খতিয়ে দেখা হচ্ছে।