Indian Prime Time
True News only ....

ফের হাওড়া শাখায় বাতিল হচ্ছে বহু ট্রেন

- sponsored -

- sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ ট্রেনযাত্রীদের দুর্ভোগের শেষ নেই। এবার ফের হাওড়া ও লিলুয়া স্টেশনের মধ্যে ব্রিজে কাজ হওয়ার ফলে হাওড়ায় প্রচুর ট্রেন বাতিল হচ্ছে। এর জেরে ২৩ শে জানুয়ারী বৃহস্পতিবার থেকে ২৬ শে জানুয়ারী রবিবার অবধি একাধিক শাখায় একাধিক লোকাল বাতিল থাকছে। ইতিমধ্যেই পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে সে কথা জানানো হয়েছে।

ব্যান্ডেল থেকে হাওড়ায় ৩৭২১২, ৩৭২১৪, ৩৭২১৬, ৩৭২১৮, ৩৭২২০, ৩৭২২২, ৩৭২৩০, ৩৭২৩২, ৩৭২৩৬, ৩৭২৪৪, ৩৭২৫০, ৩৭২৫৪, ৩৭২৬৪, ৩৭২৭৮ এবং ৩৭২৮৮ নম্বর ট্রেন বাতিল। আর বেলুড় মঠ থেকে হাওড়ায় ৩৭১১২ ও ৩৮১১৮ নম্বর এবং শ্রীরামপুর থেকে হাওড়ায় ৩৭০১২ ও ৩৭০১৪ নম্বর ট্রেন বাতিল থাকছে। এছাড়া শেওড়াফুলি থেকে হাওড়ায় ৩৭০৪২, ৩৭০৪৪, ৩৭০৪৬, ৩৭০৪৮, ৩৭০৫০, ৩৭০৫২, ৩৭০৫৬, ৩৭০৫৮, ৩৭০৬০, ৩৭০৬২ এবং ৩৭০৬৪ নম্বর ট্রেন বাতিল থাকছে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

তাছাড়া হাওড়া থেকে ব্যান্ডেলে ৩৭২১৫, ৩৭২৩১, ৩৭২৩৭, ৩৭২৪৩, ৩৭২৪৯, ৩৭২৫৩, ৩৭২৫৫, ৩৭২১৫৭ , ৩৭২৬৩, ৩৭২৬৭, ৩৭২০১, ৩৭২৭১, ৩৭২৭৫, ৩৭২৭৭ ও ৩৭২৮৫ নম্বর ট্রেন বাতিল থাকবে। পাশাপাশি হাওড়া থেকে শেওড়াফুলি ৩৭০৪১, ৩৭০৪৩, ৩৭০৪৫, ৩৭০৪৭, ৩৭০৪৯, ৩৭০৫১, ৩৭০৫৫, ৩৭০৫৭, ৩৭০৫৯, ৩৭০৬১ এবং ৩৭০৬৩ নম্বর ট্রেন ও হাওড়া থেকে শ্রীরামপুরে ৩৭০১১ এবং ৩৭০১৩ নম্বর ট্রেন বাতিল থাকবে। এমনকি ৩৭২০২ ব্যান্ডেল-হাওড়া মাতৃভূমি মহিলা স্পেশালও বাতিল করা হয়েছে।

এর পরিবর্তে এই ডাউন প্যাসেঞ্জার স্পেশালটি ব্যান্ডেল থেকে একই পথে ছাড়বে। যদিও এতে সকলেই উঠতে পারবেন। একইসাথে যাত্রীদের সুবিধার্থে চার জোড়া ব্যান্ডেল প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন চালানো হবে। প্রসঙ্গত, সাম্প্রতিককালে কখনো ব্রিজের কাজ, কখনো সিগন্যালিংয়ের কাজ, কখনো আবার ওভারহেডের কাজের জন্য একাাধিক লোকাল বাতিল হয়ে যাত্রীদের চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored