পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ আজ দক্ষিণ চব্বিশ পরগণার বাসন্তীতে মাঠ খুঁড়ে ১ জন নিখোঁজ নাবালিকার নগ্ন দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৯ ই থেকে জানুয়ারী এলাকার এক জন যুবক অষ্টম শ্রেণীর ছাত্রীকে ডেকে নিয়ে গিয়েছিল। কিন্তু এরপর আর বাড়ি ফেরেনি। ১২ ই জানুয়ারী নাবালিকার পরিবারের তরফে বাসন্তী থানায় নিখোঁজ ডায়েরী করা হলে পুলিশ ঘটনার তদন্তে নামে। আর এদিন বাড়ির অদূরে ওই নাবালিকার দেহ উদ্ধার হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসলে উত্তেজিত এলাকাবাসীরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এমনকি মৃতদেহও আটকে রেখেছিলেন।
তবে পুলিশ উত্তেজনক পরিস্থিতি আয়ত্তে এনে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে যে, ‘‘নাবালিকাকে এলাকারই কয়েক জন যুবক ধর্ষণ করে খুন করেছে।’’ আপাতত পুলিশ সমগ্র ঘটনাটি তদন্ত করে দেখছে।