অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ দুপুরে কলকাতার মিন্টো পার্কের কাছাকাছি হাঙ্গারফোর্ড স্ট্রিটের একটি বহুতলে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই অগ্নিকাণ্ডের পর দ্রুত দমকল বিভাগে খবর দেওয়া হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই আবাসনের কাছে বিদ্যালয় সহ একাধিক হাসপাতাল রয়েছে। দমকল কর্মীরা অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরই ছ’টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। পাশাপাশি আবাসিকদের একে একে বের করে আনা হয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। আপাতত কেউ আটকে রয়েছেন কিনা তা দেখা হচ্ছে। আর আর্থিক ক্ষতির পরিমাণও জানা সম্ভব হয়নি।
কিন্তু এই অগ্নিকাণ্ড ঘটেছে কিভাবে তা এখনো স্পষ্ট ভাবে জানা যায়নি। সংশ্লিষ্ট আবাসনের বাসিন্দারা জানাচ্ছেন, “সম্ভবত শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। অনেকে বিদ্যুৎবাহী তার পুড়ে যাওয়ার গন্ধ পেয়ে বাইরে আসেন। আর তার কিছুক্ষণের মধ্যেই আবাসনটির ছাদ কালো ধোঁয়ায় ঢেকে যায়।”