রায়া দাসঃ কলকাতাঃ এবার গল্ফগ্রিন থানার পিছনের দিক থেকে এক তরুণীর গলাকাটা দেহ উদ্ধার। যে বাড়িতে তিনি থাকতেন সেই বাড়িতেই খাটের নিচ থেকে দেহটি উদ্ধার করেছে পুলিশ। ওই বাড়িতে তরুণী মায়ের সঙ্গে থাকতেন বলে জানা গিয়েছে। গলায় ধারালো অস্ত্রের ক্ষত চিহ্ন রয়েছে বলেও জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাপানউতোর তৈরি হয়েছে এলাকায়। মৃতার নাম নাফিসা খাতুন (৪২)। সাউথ সিটিতে কুকিংয়ের কাজ করতেন বলে জানা যাচ্ছে।
ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে গল্ফগ্রিন থানার পুলিশ। পৌঁছেছে লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারাও। কখন মৃত্যু হয়েছে, মৃত্যুর আগের পরিস্থিতি কী ছিল, আততায়ী কোন পথে এসেছে, কোন ধরনের অস্ত্র দিয়ে তাঁকে খুন করা হতে পারে সবই খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তা অনেকটাই কাটবে বলে মনে করছেন তদন্তকারীরা। প্রসঙ্গত, মাসখানেক আগে এই গল্ফগ্রিন থেকেই আরও এক তরুণীর কাটা মুন্ডু উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল গোটা শহরে। দেহের বাকি অংশ খুঁজে পেতেও রীতিমতো বেগ পেতে হয়েছিল পুলিশ। সেই ঘটনার মাসখানের মধ্যে কার্যত ফের একই ঘটনার পুনরাবৃত্তিতে প্রশ্ন উঠছে শহরের এই নির্দিষ্ট অঞ্চলের নিরাপত্তা নিয়ে।