চয়ন রায়ঃ কলকাতাঃ মাধ্যমিকের বাকি আর মাত্র এক মাস। এর মধ্যেই আজ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিল, ‘‘মাধ্যমিক চলাকালীন শিক্ষক ও শিক্ষাকর্মীরা ছুটি পাবেন না। ছুটির আবেদন করতে গেলে বেশ কিছু শর্ত মানতে হবে। আর সব শর্ত পূরণ হলে তবেই ছুটি মঞ্জুর হবে।’’
এই নির্দেশিকায় জানানো হয়েছে, ‘‘যে বিদ্যালয়গুলিকে পরীক্ষাকেন্দ্র হিসাবে বাছাই করা হয়েছে, সেই বিদ্যালয়গুলির শিক্ষক ও শিক্ষাকর্মীরা উপযুক্ত কারণ ছাড়া ছুটি পাবেন না। কেবলমাত্র সন্তান মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হলে ছুটি পাওয়া যাবে। সেক্ষেত্রে, সন্তানের পরীক্ষার রুটিন, অ্যাডমিট কার্ড সহ যাবতীয় নথি প্রমাণ হিসাবে জমা দিতে হবে। আর মা-বাবার মধ্যে দু’জনেই যদি শিক্ষক অথবা শিক্ষাকর্মী হন, তাহলে শুধু এক জন ছুটি নিতে পারবেন। পরীক্ষা শুরুর অন্তত তিন সপ্তাহ আগে এই ছুটির আবেদন করতে হবে।
আর সন্তান মাধ্যমিক পরীক্ষার্থী, এমন কোনো শিক্ষক যদি ছুটি না নেন, তাহলে তাকে প্রশ্নপত্র খোলা, বিতরণ করা কিংবা পরীক্ষকের দায়িত্ব দেওয়া যাবে না।’’ বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতি সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানান, ‘‘মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে, তাতে মূলত সন্তান প্রতিপালনের ছুটির কথা বলা হয়েছে। কিন্তু কেউ যদি অসুস্থ হয়ে পড়েন বা দুর্ঘটনাগ্রস্ত হন, সেক্ষেত্রে কি হবে? তাঁদের ব্যাপারে স্পষ্ট করে নির্দেশ দিলে ভালো হয়। আমরাও অহেতুক ছুটি নেওয়ার বিরোধী তবে এই নির্দেশকে হাতিয়ার করে অনেক প্রধান শিক্ষক-শিক্ষিকা দমনপীড়ন চালাতে পারেন।’’
উল্লেখ্য, চলতি বছর ১০ ই ফেব্রুয়ারী মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। ওই দিন প্রথম ভাষার পরীক্ষা হবে। এরপর ১১ ই ফেব্রুয়ারী দ্বিতীয় ভাষা, ১৫ ই ফেব্রুয়ারী অঙ্ক, ১৭ ই ফেব্রুয়ারী ইতিহাস, ১৮ ই ফেব্রুয়ারী ভূগোল, ১৯ শে ফেব্রুয়ারী জীবন বিজ্ঞান, ২০ শে ফেব্রুয়ারী পদার্থ বিজ্ঞান ও ২২ শে ফেব্রুয়ারী ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে। আর ৩০ শে জানুয়ারী সকালবেলা ১১টা থেকে বিকেলবেলা ৫টা অবধি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে।