অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ খাস কলকাতার বুকে ১২ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে সৈয়দ আমির আলি অ্যাভিনিউয়ে কোয়েস্ট মলের সামনে। এক বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সঙ্গে নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও আটকানো গেল না ছিনতাই। ঘটনায় ইতিমধ্যেই সমস্ত সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখছে পুলিশ।
সূত্রের খবর, প্রথমে সিএসটিসি এবং পরে মলের ভেতরের এক বিপণনি সংস্থার থেকে টাকা সংগ্রহ করেন ওই কর্মী। তার সঙ্গে ছিলেন এক বন্দুকধারী নিরাপত্তারক্ষীও। টাকা করে গাড়িতে ওঠার সময়ই ঘটে যায় বিপত্তি। আচমকা একটি বাইকে করে দুজন এসে হাত থেকে সেই টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়।
জানা গিয়েছে, বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মী এবং তার সঙ্গে থাকা বন্দুকধারী নিরাপত্তারক্ষী গাড়িতে ওঠার জন্য রাস্তা পারাপার করতে গিয়েই ঘটে এই দুর্ঘটনা। ইতিমধ্যে কড়েয়া থানায় অভিযোগ জানানো হয়েছে। তদন্ত নেমেছে কড়েয়া থানার পুলিশ। এলাকার প্রত্যেকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।