নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ খড়্গপুর আইআইটির হস্টেল থেকে এক জন ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। মৃত পড়ুয়ার নাম শাওন মালিক। বয়স ২১ বছর। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তৃতীয় বর্ষের ছাত্র। কলেজের হস্টেলেই থাকত।
জানা গেছে, রবিবার সকালে শাওনের সঙ্গে হস্টেলে দেখা করতে এসেছিলেন তাঁর বাবা-মা। তাঁর ঘরের দরজা বন্ধ ছিল। বার বার ডাকাডাকি করেও পুত্রের কোনও সাড়াশব্দ পাননি বাবা-মা। তখন ঘরে প্রবেশ করে শাওনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আইআইটি খড়্গপুরের নিরাপত্তারক্ষীরা। পরিস্থিতি দেখে খবর দেওয়া হয় খড়্গপুর টাউন থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। কী কারণে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। আইআইটির হস্টেল এবং ক্যাম্পাসে কুকুর নিয়ে তল্লাশি চালাচ্ছে তারা। ঘটনাস্থলে যান পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার। ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বলেন, ‘‘হস্টেল থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার হয়েছে। আমরা ঘটনার সব রকম দিক খতিয়ে দেখছি।’’
শাওনের মৃত্যু ঘটনায় শোকপ্রকাশ করেছেন আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি প্রকাশ করে তাঁরা বলেন, ‘‘আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করছি। তাদের সব রকম সহযোগিতা করা হবে। মৃত ছাত্রের পরিবার এখন ক্যাম্পাসেই রয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।’’
উল্লেখ্য, শুক্রবারই খড়গপুর আইআইটির রসায়ন বিভাগের জুনিয়ার টেকনিশিয়ান সাকির আলি মোল্লার ঝুলন্ত দেহ কোয়ার্টার থেকে উদ্ধার হয়।