নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) দুই ছাত্রের কাছ থেকে ১ লক্ষ ৭৯ হাজার টাকা জরিমানা নিতেই বির্তক দানা বাঁধতে থাকে। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রের খবর, ওই দু’জন ছাত্রের বিরুদ্ধে বারো জন বহিরাগতকে নিয়ে এসে হস্টেলে মদ্যপান করা ও হুঁকো সেবনের প্রমাণ পাওয়া যায়। এছাড়া হস্টেল বিধি ভেঙে হিটার জ্বালানোর অপরাধেও তাদের দোষী চিহ্নিত করা হয়েছে। তাই শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
প্রসঙ্গত, ২২ শে ডিসেম্বর এবং ৫ ই জানুয়ারী রাতেরবেলা ওই দু’জন ছাত্রের বিরুদ্ধে বহিরাগতদের হস্টেলে নিয়ে আসার অভিযোগ রয়েছে। বহিরাগতদের নিয়ে আসার জন্য তাদের ৬০ হাজার ও ৮৫ হাজার টাকা জরিমানা আর মদ্যপানের অপরাধে দু’হাজার টাকা করে জরিমানা হয়েছে। এছাড়া হিটার জ্বালানোর জন্য ছ’হাজার টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি মত্ত অবস্থায় আক্রমণাত্মক আচরণের অপরাধেও আর্থিক দণ্ড হয়েছে।
গত ৮ ই জানুয়ারী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্তে ওই দু’জন ছাত্র দোষী চিহ্নিত হওয়ার পর তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরিমানা দেওয়ার জন্য দোষীদের পাঁচ দিন সময় দিয়েছেন। ওই সময়সীমার মধ্যে জরিমানা না দিলে বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করা হবে।