নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ মধ্যপ্রদেশে বিজেপির প্রাক্তন বিধায়ক হরবংশ সিংহ রাঠৌর ও তাঁর ব্যবসায়িক সঙ্গী কেশরওয়ানির বাড়িতে তল্লাশি চালিয়ে আয়কর দপ্তর বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করল। গত রবিবার থেকেই তল্লাশি অভিযান চলছে এই দু’জনের বাড়িতে। তবে উল্লেখ্য বিষয়টি হল, বিজেপি বিধায়কের বাড়ির পুকুর থেকে তিনটি কুমিরও উদ্ধার হয়েছে। প্রাক্তন বিধায়কের কুমির পোষার শখ দেখে স্তম্ভিত হয়ে গিয়েছেন আধিকারিকরাও! শুধুই কি শখের বশে কুমির পোষা, না কি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে বন দফতরকেও খবর দেওয়া হয়েছে।
আয়কর দফতর সূত্রে খবর, প্রাক্তন বিজেপি বিধায়কের বিড়ির ব্যবসা। তাঁর ব্যবসায়িক সঙ্গী রাজেশ। তাঁদের দু’জনের বিরুদ্ধে ১৫৫ কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে। আর সেই মামলারই তদন্তে আয়কর দফতর হানা দিয়েছিল প্রাক্তন বিজেপি বিধায়কের বাড়িতে। নগদ টাকা, গয়না, বিদেশি গাড়ির পাশাপাশি পুকুরে তিনটি কুমির উদ্ধার হওয়ায় শোরগোল পড়ে গিয়েছে। বিধায়কের বাড়ি থেকে নগদ তিন কোটি টাকা, কোটি কোটি টাকার গয়না এবং সম্পত্তির বহু নথি উদ্ধার করা হয়েছে।
এক তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, বাড়ির আশপাশেও তল্লাশি চালানো হচ্ছিল। সেই সময় বাড়ির চত্বরে থাকা একটি পুকুর নজরে পড়ে। এ পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু পুকুরের পাড়ে তিনটি কুমিরকে দেখেই আঁতকে ওঠেন তাঁরা। কুমির কোথা থেকে এল? এ প্রসঙ্গে জানার চেষ্টা করতেই তদন্তকারীরা চমকে ওঠেন। তাঁরা জানতে পারেন, ওই কুমিরগুলি বিধায়কের নিজের। আর তার পরই বন দফতরকে খবর দেন তদন্তকারীরা। হরবংশ সাগরের বিজেপি বিধায়ক ছিলেন। ২০১৩ সালে বিধায়ক হয়েছিলেন।