নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের মিরাটের লিসারি গেট এলাকায় বন্ধ বাড়ির ভিতর বক্স খাটের মধ্যে থেকে ৫টি মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতরা হলো স্বামী-স্ত্রী ও তাদের তিন জন কন্যা। শিশুদের প্রত্যেকের বয়স ১০ বছরের নীচে ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তৈরী হয়।
জানা গেছে, বুধবার থেকে ওই পরিবারের কাউকে বাড়ি থেকে বের হতে দেখা যায়নি। আর প্রতিবেশীরা ডাকলে কোনো সাড়াও পাওয়া যায়নি। অতঃপর প্রতিবেশীরা বাধ্য হয়ে পুলিশের কাছে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পায়। ফলে ছাদ দিয়ে ঘরে ঢুকতেই সকলে আঁতকে ওঠেন। দেখা যায়, মেঝেতে রক্তাক্ত অবস্থায় দু’জনের মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।
আর খাটের ভিতর থেকে তিন জন শিশুর দেহ উদ্ধার হয়। এদের মধ্যে যে শিশুটি সবথেকে ছোটো ছিল, তার দেহ বস্তায় ভরা ছিল। প্রাথমিক ভাবে অনুমান করা হয়েছে, মৃতদের সকলেরই মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। আবার পারিবারিক বা ব্যক্তিগত শত্রুতার জেরেও এই খুন হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। যদিও ইতিমধ্যে পুলিশ গোটা ঘটনাটির তদন্ত প্রক্রিয়া শুরু করেছে।