পৌষ উৎসবকে ঘিরে ছন্দে-সুরে-তালে মেতে উঠলো ‘নলেজ সিটি’
চয়ন রায়ঃ কলকাতাঃ নলেজ সিটি- এক জ্ঞান নগরী। এখানে শুধু জ্ঞান চর্চাই হয় না, এখানে শান্তিনিকেতনের ছোঁয়ায় এক শান্তিময় পরিবেশ গড়ে উঠেছে। এককথায় দ্বিতীয় শান্তিনিকেতন। প্রতিবছরের ন্যায় চলতি বছরও এখানে পাঁচ দিন ব্যাপী সাড়ম্বরে পৌষ উৎসব পালিত হলো। এই উৎসবকে কেন্দ্র করে এই ক্যাম্পাসের পড়ুয়ারা পিঠে-পুলি থেকে শুরু করে নানা স্বাদের খাবার সহ হরেক রকম জিনিসের পসরা সাজিয়েছিল।
এই উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত এমনকি বিদেশ থেকেও বহু গুণীজনেরা উপস্থিত হয়েছেন। পাশাপাশি শতাধিক কবি-শিল্পী থেকে শুরু করে সাংস্কৃতিক জগৎ এর মানুষের শিল্পকলায় সোনাঝুরি ও আম্রকুঞ্জের মতো মুক্ত মঞ্চ সেজে উঠেছিল।