নিজস্ব সংবাদদাতাঃ বেঙ্গালুরুঃ বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের হস্টেলের তিনতলা থেকে পড়ে ২৯ বছর বয়সী ১ জন ছাত্রের মৃত্যু হয়েছে। মৃতের নাম নিলয় কৈলাশভাই পটেল। বাড়ি সুরাত।
জানা গিয়েছে, শনিবার রাতেরবেলা নিলয় বন্ধুদের সাথে নিজের ২৯ বছরের জন্মদিন পালন করেছিল। এক বন্ধুর ঘরে কেক কেটে রাতেরবেলা ১২টার পরে নিজের ঘরে ফিরেছিল। পরদিন সকালবেলা হস্টেলের চত্বরে তাকে পড়ে থাকতে দেখে নিরাপত্তারক্ষীরা নিলয়কে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসকরা নিলয়কে মৃত বলে ঘোষণা করেন। আর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
এর কিছুক্ষণ পরে আইআইএম-বির কর্তৃপক্ষ এক্স হ্যান্ডলে নিলয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেন। পাশাপাশি পুলিশের কাছে খবর দেওয়া হলে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান, তার দুর্ঘটনাবশত পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। আর ঘটনাস্থল বা পড়ুয়ার হস্টেলের ঘর থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। যদিও পড়ুয়াদের একাংশের দাবী, ‘‘সে আত্মঘাতী হয়েছে।’’ আর কারণবশত জাতপাতের বিভেদকেই দায়ী করা হয়েছে।
এর মধ্যেই সর্বভারতীয় ওবিসি পড়ুয়া সংগঠন আইআইএম-বির থেকে জবাব চেয়ে এক্স হ্যান্ডলে পোস্ট দিয়ে লেখে, ‘‘এই শিক্ষা প্রতিষ্ঠানে অনগ্রসর শ্রেণীর সমস্যা, উদ্বেগ চিহ্নিত করার মতো পরিকাঠামো নেই। তাদের জবাব দিতে হবে।’’ পাশাপাশি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ট্যাগ করেও এই বিষয়টিতে নজর দেওয়ার আর্জি জানানো হয়। পুলিশ জানিয়েছে, ‘‘আমরা ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছি। য়নাতদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।’’