মুখ্যমন্ত্রীর হাত ধরে নতুন বছরে নতুন নাম পেল ‘স্টার থিয়েটার’

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগণার সন্দেশখালির জনসভা থেকে উত্তর কলকাতার ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ ‘স্টার থিয়েটার’ এর নতুন নাম ঘোষণা করলেন। নতুন বছরে ‘স্টার থিয়েটার’, ‘বিনোদিনী মঞ্চ’ এ পরিণত হলো। অনেকের মতে, ‘‘একদিন তাঁর প্রতি যে বঞ্চনা হয়েছিল, এতদিনে তিনি স্বীকৃতি পেলেন।’’ রাজ্যের মন্ত্রী তথা নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসুর কথায়, ‘‘স্টার থিয়েটারের সাথে নটী বিনোদিনী নামটি ওতপ্রোত ভাবে জড়িত আছে। মুখ্যমন্ত্রী নটী বিনোদিনীকে যোগ্য সম্মান দিলেন। সাথে দেড়শো বছরের ইতিহাসকে সম্মান জানালেন।’’

প্রসঙ্গত, হোরমিলার কোম্পানীর ‘বেনিয়ান’ গণেশদাস মু্সাদ্দির ছেলে গুর্মুখ রায় সে যুগের বিখ্যাত অভিনেত্রী বিনোদিনী দাসীকে একান্ত আপন করে পাওয়ার জন্য তার নামে নতুন থিয়েটার খুলতে আগ্রহী হয়। আর বিনোদিনী হলো গুর্মুখ রায়ের থিয়েটার প্রীতির একমাত্র কারণ। ১৪১ বছর আগে ১৮৮৩ সালে উত্তর কলকাতারই ৬৮ নম্বর বিডন স্ট্রিটে প্রথম স্টার থিয়েটার নির্মিত হয়। ওই সময় নাট্য ব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষের অনুরোধে বিনোদিনী তাঁর ভক্ত গুর্মুখ রায়ের কাছ থেকে স্টার থিয়েটার নির্মাণের জন্য পঞ্চাশ হাজার টাকা তুলে দিয়েছিলেন।


বিনোদিনী স্টার থিয়েটারের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে ছিলেন। প্রথমে ঠিক হয় বিনোদিনীর নাম স্টার থিয়েটারের সাথে জুড়বে। কিন্তু কলকাতার তৎকালীন সুশীল সমাজ তাতে আপত্তি তোলে। ব্রিটিশ সরকার রাস্তা সংস্কারের সময়ে বিডন স্ট্রিটের ‘স্টার’ ভেঙে দেয়। একসময় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই থিয়েটারে নাটক দেখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। এছাড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথঠাকুর থেকে শুরু করে একাধিক ব্যক্তিত্বরা এই থিয়েটারে নাটক দেখতে যেতেন।


তবে বিনোদিনী আর স্টারের সম্মিলিত নাম-মাহাত্ম্য এমনই যে, ১৮৮৮ সালে হাতিবাগানের কর্নওয়ালিস স্ট্রিটে (অধুনা বিধান সরণি) দ্বিতীয় স্টার থিয়েটার গড়ে ওঠে হয়। এই স্টার থিয়েটারের জন্য বিনোদিনী কোনো টাকা দেননি। এমনকি, কোনোদিন অভিনয়ও করেননি। স্টার থিয়েটার প্রতিষ্ঠিত করার জন্য সেই সময় নাট্যব্যক্তিত্ব ধর্মদাস শূর, অমৃতলাল বসু সহ প্রমুখ ব্যক্তিত্বরা স্টারের সাথে বিনোদিনীর জনপ্রিয়তাকে কাজে লাগিয়েছিলেন। ফলে হাতিবাগানের স্টার থিয়েটারের সাথে মানুষ বিনোদিনীর স্মৃতি সংযুক্ত করে এসেছেন।


এবার মমতা বন্দ্যোপাধ্যায় ওই প্রেক্ষাগৃহেরই নতুন নামকরণ করলেন। এ যেন বিনোদিনী দাসীর স্বপ্নপূরণ। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালির জনসভা থেকে জানান, “আমার এটা এখানে বলার কথা নয়, কলকাতাতেই বলার কথা। এইবার থেকে স্টার থিয়েটারের নাম ‘বিনোদিনী মঞ্চ’ হবে।” অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা শুনে অভিনেত্রী রুক্মিণী মৈত্র কেঁদেই চলেছেন। কারণ বেশ কয়েক মাস আগে রুক্মিণী মৈত্র বিনোদিনী রূপে প্রকাশ্য়ে এসেছেন। অর্থাৎ ২০২৫ সালে রুক্মিণী অভিনীত রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘বিনোদিনী:নটীর উপাখ্যান’ মুক্তি পাবে। এই ছবি বিনোদিনী দাসীর জীবনের প্রেক্ষাপটে তৈরী হয়েছিল।

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031