Indian Prime Time
True News only ....

অস্ত্র সহ পুলিশের জালে আটক ৬ চোরা কারবারি

- sponsored -

- sponsored -

পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ আজ দক্ষিণ চব্বিশ পরগণার ঢোলাহাট থানার ভগবানপুর এলাকায় এক জন মহিলা সহ ৬ জন চোরা কারবারি পুলিশের হাতে ধরা পড়েছে। এছাড়া ধৃতদের কাছ থেকে একটি গুলি ভর্তি বিদেশি পিস্তল ও ধারালো অস্ত্রও উদ্ধার করেছে। পাশাপাশি একটি টাটা সুমো গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তরা সকলেই আমতলা এলাকার বাসিন্দা।

জানা গিয়েছে, অভিযুক্তরা টাটাসুমো গাড়িতে করে সুন্দরবনের পাথরপ্রতিমা এলাকায় যাচ্ছিল। মাঝ রাস্তায় পুলিশের নাকা চেকিংয়ে তল্লাশি অভিযানের সময় আগ্নেয়াস্ত্র সহ হাতেনাতে ধরা পড়ে। পুলিশের অনুমান, তারা সুন্দরবনে বিভিন্ন রকম চোরা কারবারের সাথে জড়িত। কিন্তু অভিযুক্তরা আগ্নেয়াস্ত্র নিয়ে সুন্দরবনের দিকে কি উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল তা জানতে অভিযুক্তদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। অন্যদিকে, এদিন দুপুরবেলা তাদের কাকদ্বীপ আদালতে তোলা হয়েছে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

বাংলাদেশের উদ্ভুত পরিস্থিতি আর তার জেরে সীমান্ত এলাকাগুলিতে ক্রমবর্ধমান অনুপ্রবেশ ইস্যুতে প্রশাসন যথেষ্ট তৎপর হয়ে উঠেছে। রাজ্যের সীমান্তবর্তী গ্রামগুলিতে তল্লাশি চলছে। এরমধ্যে আবার জঙ্গি সন্দেহে রাজ্য থেকে একাধিক জনকে গ্রেফতারও করা হয়েছে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored