নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ মধ্যপ্রদেশের সীধী জেলার আমদাদ গ্রামে টাওয়ার সংস্কারের কাজ করার সময় হাইভোল্টেজ বিদ্যুৎ টাওয়ার ভেঙে ৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আর ৬ জন আহত হয়েছেন। কিন্তু এখনো মৃতদের পরিচয় জানা যায়নি। তবে মৃতরা এ রাজ্যের বাসিন্দা।
সূত্রের খবর, ওই তিন জন শ্রমিক পরিযায়ী শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন। এদিন পুরোনো টাওয়ার সরিয়ে ওই স্থানে নতুন টাওয়ার বসানোর সময় আচমকা সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়তেই এই দুর্ঘটনা ঘটে। আর এত দ্রুত টাওয়ার ভাঙে যে, শ্রমিকরা সেখান থেকে সরে যাওয়ারও সময় পাননি। টাওয়ার ভেঙে পড়ে দু’জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এছাড়া হাসপাতালে নিয়ে যাওয়ার সময় এক জনের মৃত্যু হয়। আহতদের রেওয়া জেলার সঞ্জয় গান্ধী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। পাশাপাশি পুলিশ মৃতদের পরিচয় জেনে তাদের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছে।