চয়ন রায়ঃ কলকাতাঃ পার্থ চট্টোপাধ্যায়দের বিরুদ্ধে সিবিআইয়ের (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) করা মামলায় কলকাতা হাইকোর্টের তৃতীয় বেঞ্চ জামিনের আবেদন খারিজ করে দিল। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের করা মামলায় জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় সহ ন’জন।
গত ২০ শে নভেম্বর বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ এই মামলার রায় দেন। অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ন’জনেরই জামিন মঞ্জুর করেন। কিন্তু অপূর্ব সিংহ রায় তাঁর সঙ্গে একমত হতে না পেরে তিনি কৌশিক ঘোষ, শেখ আলি ইমাম, সুব্রত সামন্ত রায় এবং চন্দন ওরফে রঞ্জন মণ্ডলের জামিন মঞ্জুর করে। কিন্তু অশোক সাহা, পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিংহের জামিনে না করে দেন। ফলে এই পাঁচ জনের জামিন নিয়ে জটিলতা তৈরী হয়েছিল।
মূলত, ডিভিশন বেঞ্চের কোনো মামলায় বিচারপতিরা একমত হতে না পারলে মামলাটি কোন বেঞ্চে যাবে, তা প্রধান বিচারপতি স্থির করেন। তিনি তৃতীয় কোনো বেঞ্চে মামলাটি ফয়সালার জন্য পাঠান। এক্ষেত্রে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মামলাটি নিষ্পত্তির জন্য বিচারপতি চক্রবর্তীর একক বেঞ্চে পাঠিয়েছিলেন। সেখানে মঙ্গলবার মামলার শুনানি শেষ হয়েছে। তবে রায়দান স্থগিত রাখা হয়।