নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুরের মন্দারমণিতে বেড়াতে গিয়ে হোটেলের ঘর থেকে এক তৃণমূল নেতার দেহ উদ্ধারকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। এই ঘটনায় তৃণমূল নেতার সঙ্গে আসা বান্ধবীকে আটক করা হয়েছে। মৃতের নাম আবুল নাসার। বয়স ৩৪ বছর। বাড়ি আমডাঙার আদহাটা পঞ্চায়েত এলাকায়। আবুলের স্ত্রী ওই পঞ্চায়েতের উপপ্রধান। দীর্ঘ দিন ধরে নিজেও তৃণমূলের সাথে যুক্ত।
মৃত্যুর বিষয়টি প্রকাশ্যে আসতেই মন্দারমণির কোস্টাল থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। আর আবুলের পরিবারের সদস্যদের খবর দেয়। এদিন আবুলের মৃত্যুসংবাদ বাড়িতে পৌঁছনোর পর তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ার পাশাপাশি খুনের অভিযোগ করেছেন। কিন্তু মৃত্যুর নেপথ্যে কোনো রাজনৈতিক রং নেই বলে দাবী করে আমডাঙা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা আনিসুর রহমান জানান, ‘‘উনি দলের এক জন সক্রিয় সদস্য ছিলেন। ওঁর মৃত্যুতে দলের বড়ো ক্ষতি হল। তবে পুলিশের তদন্তের উপরে আস্থা রয়েছে।’’
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ সূত্রে জানা যায়, আবুলের বান্ধবী বেড়াতে এসে অন্য এক জন পুরুষের সাথে ঘুরতে গিয়েছিল। এই নিয়ে মনোমালিন্যও হয়। এর পরই হোটেলের ঘর থেকে আবুলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক ভাবে এই ঘটনাকে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যু আসল কারণ জানা যাবে। যদিও পুলিশ আবুলের সাথে থাকা ওই মহিলাকে আটক করে তার বিরুদ্ধে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। আর সংশ্লিষ্ট সব থানাকে বিষয়টি জানানো হয়েছে। পরবর্তী কালে যদি কিছু পাওয়া যায়, তাহলে আইন অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হবে।
Sponsored Ads
Display Your Ads Here