Indian Prime Time
True News only ....

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অপরাধে সাসপেন্ড ১ নেতা

- Sponsored -

- Sponsored -

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে এক যুব তৃণমূল নেতার তোলাবাজির অভিযোগে আজ পোস্তা থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। ধৃত ওই যুব তৃণমূল নেতার নাম তরুণ তিওয়ারি। যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক ছিলেন। এছাড়া আরো ২ জনকে গ্রেফতার করেছে।

হাওড়ার লিলুয়ার এক ব্যবসায়ীর কাছ থেকে তোলাবাজির অভিযোগ উঠেছে তরুণ তিওয়ারির বিরুদ্ধে। লিলুয়ার বাসিন্দা সচিন পালিত নামে ওই ব্যবসায়ীর মনোহরপুকুর রোডে একটি অফিস রয়েছে। বড়বাজার থানায় চার বছর ধরে ব্যবসা সংক্রান্ত একটি মামলা চলছে তাঁর। ব্যবসায় আইনত সমস্যা মিটিয়ে দেওয়ার আশ্বাস পেয়ে পোস্তার যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারির সঙ্গে যোগাযোগ করেন সচিন পালিত। অভিযোগ, সচিনের কাছে ৬ লক্ষ টাকা চান তরুণ তিওয়ারি।

অভিযোগকারী সচিন পালিত বলেন, “তরুণ তিওয়ারি আমাকে বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। অভিষেকের সঙ্গে তাঁর ছবিও আমাকে দেখান। আমাকে ৬ লক্ষ টাকা দিতে বলেন। গতকাল আমার মা তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন। বলেন, টাকা দিলে মাকে ছাড়া হবে। রাতে টাকা নিয়ে যাই। তিন লক্ষ টাকা চেয়েছিলেন। আড়াই লক্ষ টাকা দিয়েছি।” এরপরই পোস্তা থানায় অভিযোগ দায়ের করেন সচিন পালিত। এই ঘটনা প্রকাশ্যে আসতেই যুব তৃণমূল তিওয়ারির বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

দলবিরোধী কাজের জন্য তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদকের পদ থেকে সরানোর কথা ঘোষণা করে জানান, “তরুণ তিওয়ারি তৃণমূলের কোনো সংগঠনের বৈঠকে থাকতে পারবেন না।” তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ এই প্রসঙ্গে বলেন, “কিছু অভিযোগ সামনে এসেছে। এত বড়ো দল। কিন্তু, তৃণমূল ব্যবস্থা নিয়ে প্রমাণ করেছে, এত বড়ো সংগঠন সত্ত্বেও কেউ কোথাও কিছু করলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয়। এটা তো ভালো কথা।”

উল্লেখ্য যে, যুব তৃণমূল তাঁকে সাসপেন্ড করার পরই পোস্তা থানার পুলিশ তরুণ তিওয়ারিকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১২৭(৭), ৩০৮(৫), ৩৫১ (৩), ৭৯ এবং ৩(৫) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored