Indian Prime Time
True News only ....

কোটি কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার স্টিল সংস্থার কর্ণধার

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কয়েক হাজার কোটি টাকা জালিয়াতির অভিযোগে ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) হাতে স্টিল সংস্থার কর্ণধার সঞ্জয় সুরেকা গ্রেফতার হয়েছে। সঞ্জয় সুরেকার বালিগঞ্জের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের চক্ষু চড়কগাছ। ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনাও উদ্ধার করা হয়েছে।

সঞ্জয় সুরেকার বাড়ি থেকে সাড়ে চার কোটি টাকার গহনা উদ্ধার করা হয়েছে। এছাড়া গ্যারেজে চারটি বিলাসবহুল গাড়িও পাওয়া গিয়েছে। এদিন প্রথমে সঞ্জয় সুরেকাকে এই সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু কথায় অসঙ্গতি মেলায় তাকে গ্রেফতার করা হয়। আর গাড়িগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। ইডি সূত্রে খবর, সঞ্জয় সুরেকা স্টেট ব্যাঙ্ক সহ মোট সাতাশটি ব্যাঙ্ক ও আর্থিক সংস্থাকে ঠকিয়ে প্রায় ছয় হাজার দু’শো কোটি টাকা হস্তগত করেছেন।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

কেন্দ্রীয় সংস্থার ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখাতেও সঞ্জয় সুরেকার সংস্থার বিরুদ্ধে মামলা রয়েছে। সিবিআইও (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) তার সংস্থা সম্পর্কে তৎপর। বর্তমানে সঞ্জয় সুরেকা একাধিক কোম্পানির ডিরেক্টর এবং অ্যাডিশনাল ডিরেক্টর পদে রয়েছেন। ইডির আধিকারিকদের অনুমান, বিপুল পরিমাণ টাকা ব্যাঙ্ক থেকে নিয়ে ওই ব্যাঙ্কের সঙ্গে প্রতারণা করার পাশাপাশি সেই বিপুল পরিমাণে টাকা বিদেশে পাচার হয়ে থাকতে পারে। উল্লেখ্য, মঙ্গলবার থেকেই শহরের একাধিক জায়গায় ইডির তল্লাশি চলছিল।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored