অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ বাংলাদেশে আটকে থাকা কাকদ্বীপের ৯৫ জন মৎস্যজীবীকে ফেরাতে নবান্নের তরফে উদ্যোগ নেওয়া হয়েছে। মৎস্যজীবীদের দেশে ফেরানোর বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তদারকি করছেন বলে জানা গিয়েছে।
প্রাথমিক ভাবে জানা গেছে, প্রায় দু’মাস আগে কাকদ্বীপের ছ’টি ট্রলার বাংলাদেশের জলসীমার ভিতরে ঢুকে পড়ায় বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী ট্রলারগুলি সমেত ট্রলারগুলিতে থাকা ৯৫ জন মৎস্যজীবীকে গ্রেফতার করে। বর্তমানে তারা বাংলাদেশের জেলে রয়েছেন। এদিকে, বাড়ির রোজগেরে সদস্য মৎস্যজীবীদের পরিবারগুলি অসহায় হয়ে পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি জানার পরেই তাদের ভারতে ফিরিয়ে আনার বিষয়ে তৎপর হন। রাজ্যের তরফে কেন্দ্রীয় সরকারেরও দৃষ্টি আকর্ষণ করা হয়।
এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কাকদ্বীপের বিধায়ককে ফোন করা হয়। পাশাপাশি ওই মৎস্যজীবীদের পরিবারের সদস্যেরা কেমন আছেন, সেই বিষয়েও খোঁজখবর নেন। কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম জানান, “মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ফোন এসেছিল। শীঘ্রই বাংলাদেশ থেকে ভারতীয় মৎস্যজীবীদের ফিরিয়ে আনা হবে। অপর দিকে ভারতে আটকে থাকা বাংলাদেশের মৎস্যজীবীদেরও দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।”