নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ জনাই রোডে রক্ষণাবেক্ষণের কাজের কারণে আগামীকাল শনিবার থেকে পূর্ব রেল টানা তিন দিন হাওড়া ডিভিশনে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই নয়, বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হবে। যার মধ্যে বেশীর ভাগই দূরপাল্লার ট্রেন।
পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, “১৪ ই ডিসেম্বর (শনিবার) থেকে ১৬ ই ডিসেম্বর (সোমবার) হাওড়া ডিভিশনের জনাই রোডে বেশ কিছু রক্ষণাবেক্ষণের কাজ হবে। নন-ইন্টারলকিংয়ের কাজ হবে। ফলে ওই পথে ট্রেন পরিষেবায় প্রভাব পড়বে। কোন কোন ট্রেন বাতিল থাকবে, কোন কোন এক্সপ্রেসের যাত্রাপথ পরিবর্তন হবে, ওই তালিকা প্রকাশ করা হয়েছে। শনিবার ও রবিবার হাওড়া ডিভিশনের আপ কর্ড লাইনে তিন জোড়া হাওড়া-বর্ধমান, দু’জোড়া হাওড়া-মসাগ্রাম, দু’জোড়া হাওড়া-চন্দনপুর এবং একটি করে হাওড়া-গুড়াপ ও হাওড়া-বারুইপাড়া লোকাল বাতিল থাকবে।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া এক জোড়া শিয়ালদহ-বারুইপাড়া লোকালও বাতিল থাকছে। ডাউন কর্ড লাইনেও একই লাইনে একই সংখ্যক লোকাল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি মেন লাইনেও বেশ কয়েকটি লোকাল বাতিল থাকবে। তালিকায় আপ-ডাউন মিলিয়ে এক জোড়া হাওড়া-মেমারি, তিন জোড়া হাওড়া-ব্যান্ডেল এবং এক জোড়া হাওড়া শেওড়াফুলি লোকাল বাতিল থাক। সোমবার আপ ওপর ডাউন কর্ড লাইনে তিন জোড়া লোকাল বাতিল থাকবে। আবার, শনিবার নৈহাটি লিঙ্ক কেবিন-ব্যান্ডেল-বর্ধমান দিয়ে কলকাতা-হলদিবাড়ি সুপারফাস্ট, কলকাতা-অমৃতসর, কলকাতা-আমদাবাদ, কলকাতা-পটনা গরিবরথ ও কলকাতা-সীতামঢ়ী এক্সপ্রেস ঘুরিয়ে দেওয়া হবে।
Sponsored Ads
Display Your Ads Here
রবিবার কলকাতা-বালুরঘাট এবং কলকাতা গাজিপুর এক্সপ্রেসও ওই একই পথে চলবে। অন্যদিকে, শিয়ালদহ-আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস ও শিয়ালদহ-অজমের এক্সপ্রেসেরও যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। বর্ধমান-ব্যান্ডেল দিয়েও বেশ কয়েকটি ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে জম্মু তাওয়াই-হাওড়া এক্সপ্রেস, দেহরাদূন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস, আসানসোল-হাওড়া অগ্নিবীণা এক্সপ্রেস, প্রয়াগরাজ রামবাগ-হাওড়া এক্সপ্রেস, কালকা-হাওড়া মেল, মুম্বই-হাওড়া মেল, ধানবাদ-হাওড়া কোলফিল্ড এক্সপ্রেস, জবলপুর-হাওড়া শক্তিপুঞ্জ এক্সপ্রেস এবং দেহরাদূন-হাওড়া উপাসনা এক্সপ্রেস রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here