অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ দক্ষিণ কলকাতার গল্ফগ্রিনে রাস্তার ধারে পড়ে থাকা আবর্জনার মধ্যে থেকে এক জন মহিলার কাটা মুণ্ড চোখে পড়তেই প্রত্যক্ষদর্শীদের শরীর শিউরে ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকাবাসীরা একটি বহুতলের পিছনে থাকা ভ্যাটে কাটা মুণ্ড দেখতে পাওয়া মাত্রই পুলিশকে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। আর ডিসি এসএসডি বিদিশা কলিতাও ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। পুলিশ জানিয়েছে, “ওই কাটা মাথা সাদা প্যাকেটে মোড়া ছিল।” আপাতত পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে। জনবহুল একটি জায়গা হওয়া সত্ত্বেও কে বা কারা ওই ভ্যাটে কাটা মাথা ফেলে গিয়েছে? তা এখনো জানা না গেলেও পুলিশ আশপাশে থাকা সব সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে।