পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ গতকাল রাতেরবেলা দক্ষিণ চব্বিশ পরগণার বিষ্ণুপুর থানার পৈলান এলাকায় ১ জন ব্যক্তি মদ্যপ অবস্থায় নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হলেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়ে। মৃত ব্যক্তির নাম পার্থ সেন। বয়স ৩৮ বছর।
পরিবার সূত্রে জানা যাচ্ছে, কয়েকদিন আগে পার্থ একটি আগ্নেয়াস্ত্র বাড়ি ফেরার পথে কুড়িয়ে পেয়েছিল। স্ত্রী বিষ্ণুপুর থানায় জমা দিতে বলায় সে জমা করবে বলেছিল। কিন্তু ঘটনার দিন পার্থ মদ্যপান করে বাড়িতে ফেরেন। আর বাড়িতে ঢোকার পরই দরজায় তালা লাগাতে বললে স্ত্রীও সেই মতো তালা লাগাতে গেলে তখন পার্থ মাথায় গুলি চালিয়ে দেন।
এরপর বিষ্ণুপুর থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। আর বন্দুকটিও বাজেয়াপ্ত করা হয়েছে। তবে এই মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা কিংবা এই ভাবে আত্মঘাতী হলোই বা কেন তা ভালোভাবে খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। এদিকে, স্বামীর এহেন মৃত্যুতে স্ত্রী একেবারে শোকস্তব্ধ হয়ে পড়েছে।