চয়ন রায়ঃ কলকাতাঃ আর নেই নিম্নচাপের বাধা। নেই কোনো পশ্চিমী ঝঞ্ঝা। তাই এবার সমস্ত বাধা সরতেই শীত পড়তে শুরু করে দিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে বাংলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে।
জানানো হয়েছে, “উত্তুরে হাওয়া জোরদার হতেই দক্ষিণবঙ্গে শীতের দাপট বেড়েছে। আজ পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। আর ১৪ই ডিসেম্বর থেকে বাঁকুড়ায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। শনিবার কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রী সেলসিয়াসে নামতে পারে। এছাড়া বাকি জেলাতেও তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নীচে থাকবে।”
উল্লেখ্য, বর্ধমান ও ঝাড়গ্রামের তাপমাত্রার পারদ ১০ ডিগ্রী সেলসিয়াসে নেমেছে। তবে ঠান্ডায় পুরুলিয়া কালিম্পংকে টেক্কা দিয়েছে। এখনই বীরভূম এবং পুরুলিয়ার তাপমাত্রার পারদ ৮.১ ডিগ্রী সেলসিয়াসে নেমেছে। শ্রীনিকেতনে তাপমাত্রার পারদ ৯.২ ডিগ্রী সেলসিয়াস ও কালিম্পংয়ে ৯.৩ ডিগ্রী সেলসিয়াসে নেমেছে। বলা বাহুল্য যে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই ঠান্ডার পাশাপাশি ঘন কুয়াশার ঘনঘটা বিদ্যমান।
বিশেষত, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা থাকবে। দৃশ্যমানতা ১৯৯ থেকে ৫০ মিটারের মধ্যে নেমে যেতে পারে। সকালবেলার দিকে কুয়াশার কারণে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। আপাতত উত্তর বা দক্ষিণ, কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই।