ব্যুরো নিউজঃ বাংলাদেশঃ প্রায় রোজই বাংলাদেশের একের পর এক শিউরে ওঠার মতো ঘটনার ভিডিয়ো সামনে আসছে। পাশাপাশি আরেকটা ভিডিয়ো সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে, প্রাণনাশের হুমকি নিয়ে ধর্মান্তকরণ করানো হচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়, এবার বাংলাদেশের কট্টরপন্থী মৌলবাদীরা চট্টগ্রামের এক জন সনাতনীকে নৃশংসভাবে খুন করেন। এরপর তার নগ্ন মৃতদেহ গাছে ঝুলিয়ে রেখে পৈশাচিক অত্যাচার চালায়। আর সাথে অশ্লীল কটুক্তি করতে থাকেন।
এই ভিডিয়োতে যে দৃশ্য দেখা যাচ্ছে, তা জঘন্য, নৃশংস, নিকৃষ্ট ও বীভৎস সব বিশেষণকেই ছাপিয়ে গিয়েছে। অর্থাৎ সনাতনীর শরীরে একটি সুতো অবধি নেই। মাথা মুন্ডন করা, পুরো মুখ রক্তে মুখরিত। এই অবস্থায় গাছে বাঁধা রয়েছে। নিথর শরীরে কোনো প্রাণ না থাকলেও অত্যাচার অব্যাহত। মৌলবাদীরা হাতা মতো একটা বস্তু দিয়ে ক্রমাগত মুখে মেরেই চলেছে। পাশাপাশি অশ্রাব্য নোংরা ভাষায় কথাবার্তা বলেই চলেছে। আর একদিকে পৈশাচিক হাসি চলছে।
এর আগেও বাংলাদেশের একাধিক নৃশংসতার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। তবে এই যে ভিডিয়ো সামনে এসেছে, তা যেন পৈশাচিকতার সমস্ত বাঁধ ভেঙে দিয়েছে। অন্যদিকে, কলকাতা ইসকনের তরফ থেকে রাষ্ট্রপুঞ্জের ওপর আর্জি জানানো হয়েছে। ইতিমধ্যেই আরএসএসও বাংলাদেশে হিন্দু নিপীড়নের প্রতিবাদ চেয়ে কেন্দ্রের ওপর চাপ বাড়িয়েছে।