নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ আজ ভোরবেলা নদীয়ার শান্তিপুর থানার বাবলা বাইপাস এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে ঘন কুয়াশার মধ্যে একটি পিকআপ ভ্যান জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে ধাক্কা মারতেই পিকআপ ভ্যানটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। এর জেরে ৩ জনের মৃত্যু হয়। মৃতরা হলেন ৩৫ বছর বয়সী শিবানন্দ পোদ্দার, ৪১ বছর বয়সী রবিন ঘোষ ও ৪২ বছর বয়সী সুব্রত বিশ্বাস। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় সড়ক থেকে বেশ কয়েক মিটার দূরে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা ফাঁকা লরিটি কলকাতা থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল। আর পিকআপ ভ্যানটি বারাসাত থেকে মাজদিয়ায় যাচ্ছিল। কিন্তু ঘন কুয়াশার জন্য পিকআপ ভ্যানটির চালক লরিটিকে দেখতে না পেয়ে সজোরে ধাক্কা মারে। এরপর স্থানীয়রা তীব্র শব্দ পেতেই ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। পুলিশও দুর্ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ভ্যানে থাকা শিবানন্দ, রবিনবাবু এবং সুব্রতবাবুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
আর পুলিশও দু’টি গাড়িকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, “বারাসতের বাসিন্দা শিবানন্দবাবু পিকআপ ভ্যানের মালিক। আর আমডাঙা থানা এলাকার সোনাডাঙার বাসিন্দা রবিনবাবু গাড়িটি চালাচ্ছিলেন। এছাড়া সুব্রতবাবু রানাঘাট থেকে ওই গাড়ি নিয়ে নিয়মিত পাইকারি সব্জি আনতে যেতেন।” দুর্ঘটনাগ্রস্ত লরির চালক ডালিম শেখ জানান, “হঠাৎ করে পিছন থেকে এসে পিকআপ ভ্যান ধাক্কা মারে। আমরা ওঁদের বাঁচানোর চেষ্টা করেছিলাম। তবে লরির পেছনে পিকআপ ভ্যান ঢুকে গিয়েছিল।”