নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়াঃ বঙ্গে আলুর দাম আগুনছোঁয়া। এই পরিস্থিতিতে রাজ্য সরকার আলু রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে আলু চোরা পথে বাইরের রাজ্যে পাচার হচ্ছে। এবার ঝাড়খণ্ডে আলু পাচার করার সময় পুলিশ আলু বোঝাই তিনটি লরি আটক করলো।
পুলিশ সূত্রে খবর, গতকাল মানবাজার বান্দোয়ান রাস্তা ধরে তিনটি গাড়ি আসছিল। ওই সময় বোরো থানার পুলিশ গাড়িগুলিকে বোরোর বিডিও অফিসের কাছে নাকা পয়েন্টে থামিয়ে গাড়িগুলির চালকদের কাছে বৈধ নথি দেখতে চায়। কিন্তু চালকদের অসংলগ্ন কথাতে পুলিশ তাদের আটক করে জেরা শুরু করে। তারপর জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায়, ওই বিপুল পরিমাণ আলু ঝাড়খণ্ডে নিয়ে যাওয়া হচ্ছিল। এরপরই পুলিশ তিনটি গাড়ির চালক ও খালাসি সহ মোট সাত জনকে বেআইনীভাবে ঝাড়খণ্ড রাজ্যে আলু নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেফতার করেছে। আজ ধৃতদের পুরুলিয়া আদালতে তোলা হবে।