Indian Prime Time
True News only ....

মর্মান্তিক দুই দুর্ঘটনায় প্রাণ গেল ১০ জনের

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের দু’টি পৃথক সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। গতকাল রাতে পিলভীট জেলায় দুর্ঘটনার জেরে ৫ জনের মৃত্যু হয়। আবার এর কয়েক ঘণ্টার মধ্যে আজ সকালবেলা চিত্রকূট জেলায় একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে।

পিলভীট জেলা পুলিশ সূত্রে খবর, এগারো জনের একটি দল গাড়িতে করে উত্তরাখণ্ডের খাতিমা থেকে উত্তরপ্রদেশে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। কিন্তু নেওরিয়া থানার কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারতেই দুর্ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়। এরপর এলাকাবাসীরা দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে দেখে উদ্ধারকাজে হাত লাগান। পাশাপাশি পুলিশের কাছে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের হাসপাতালে ভর্তি করে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

তবে তাদের মধ্যে আরো দু’জনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। অন্য দিকে, এদিন ভোরবেলা চিত্রকূটে রাইপুরা থানার কাছে প্রয়াগরাজের দিক থেকে আসা একটি গাড়ি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনায় পাঁচ জন আরোহীর মৃত্যু হয়। আর বাকিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored