অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ডিসেম্বর মানেই ছুটির মেজাজ। শীতের আমেজে পুরোপুরি উৎসবে মেতে ওঠা। বছরের দু’মাস থেকে তিন মাস বাদে বাকি মাসগুলি প্রায় গরমই থাকে। তাই শীতের আমেজ শুরু হলে মানুষ তা পুরোপুরি উপভোগ করে নিতে চায়। ময়দান থেকে চিড়িয়াখানা সর্বত্র ভিড় বাড়তে থাকে। কিন্তু এবার আবহাওয়ার কারণে ডিসেম্বর মাস উপভোগ করা যাবে কিনা তা নিয়ে বেশ সংশয় রয়েছে।
এবার নভেম্বর মাস থেকেই আঁচ পাওয়া যাচ্ছিল যে তাপমাত্রা খুব একটা কমবে না। ডিসেম্বর শুরু হয়ে যাওয়ার পরও ছবিটা প্রায় একই রয়েছে। কয়েকদিন আগে ঘূর্ণিঝড় ‘ফেইনজল’ তৈরী হওয়ায় নিম্নচাপ ও গভীর নিম্নচাপের প্রভাবে শীত বারবার বাধা পাচ্ছিল। তবে আলিপুর আবহাওয়া দপ্তর, আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রী তাপমাত্রা কমবে বলে পূর্বাভাস দিয়েছিল।
আপাতত পনেরো ডিগ্রীতে কলকাতার পারদ নামতে পারে। কিন্তু এবার এরপরেই আবার আবহাওয়া পরিবর্তন হয়ে যাবে। নিম্নচাপের পর এবার পশ্চিমী ঝঞ্ঝা শীত আসার পথে বাধা হয়ে দাঁড়াতে চলেছে। এই কারণে আবারও দুই থেকে তিন ডিগ্রী তাপমাত্রা বাড়বে। অর্থাৎ এর প্রভাবে বাংলায় শীতে কোপ পড়বে। অতএব, শীতের জন্য আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে বলে মনে করা হচ্ছে।