নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার আন্তর্জাতিক সীমান্তে বিএসএফের হাত থেকে বাঁচতে প্রায় ৯০ লক্ষ টাকার সোনা ফেলে ২ জন পাচারকারী চম্পট দেয়। তবে জওয়ানরা ১১০০ গ্রাম ওজনের দু’টি সোনার বার বাজেয়াপ্ত করেছে। বিএসএফ সূত্রে খবর, পাচারকারীরা ভারতীয় ভূখণ্ডের একশো মিটার ভিতরে প্রবেশ করেছিল।
জানা যাচ্ছে, দু’জন পাচারকারী সোনার বার নিয়ে বাংলাদেশ থেকে ভারতের সীমান্ত বেড়ার কাছে এসে পৌঁছেছিল। কিন্তু নাটনার ৫৬ নম্বর ব্যাটেলিয়নের কাছে আগে থেকে খবর থাকায় সেই অনুযায়ী তারা তাদের গতিবিধির ওপর নজর রাখছিল। তবে বেড়ার কাছে পৌঁছানো মাত্র ধাওয়া করতেই তড়িঘড়িতে ওই দু’জন পাচারকারী প্লাস্টিক মোড়ানো দু’টি সোনার বার ফেলে পালিয়ে যায়। এরপর বিএসএফ জওয়ানরা ওই উদ্ধার হওয়া সোনার বার তেহট্ট কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করে দেয়।