নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়ার লিলুয়ার পটুয়াপাড়ায় গলায় জিন্সের ফাঁস দেওয়া অবস্থায় গাছ থেকে এক জন যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় রহস্য দানা বেঁধেছে। মৃতের নাম শুভঙ্কর সাহা। বয়স ২৭ বছর। বাড়ি পটুয়াপাড়ার সত্যসাধন ধর লেনে। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সূত্রের খবর, মঙ্গলবার শুভঙ্কর খাওয়াদাওয়া সেরে রাতেরবেলা ১২টা ৩০ মিনিট নাগাদ বন্ধুরা ডাকছে বলে বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু আর বাড়ি ফেরেনি। গতকাল রেললাইনের ধারে একটি গাছ থেকে গলায় জিন্সের ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপর পথচলতি মানুষ লিলুয়া থানার পুলিশকে খবর দিলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃতদেহটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
শুভঙ্করের পরিবারের দাবী, ‘‘শুভঙ্করকে ডেকে নিয়ে গিয়ে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে।’’ শুভঙ্করের দিদি রিয়া রুদ্র জানান, ‘‘গত বছর থেকেই আমার ভাইকে পাশের পাড়া জল কলোনীর কিছু যুবক খুনের হুমকি দিচ্ছিল। ওরাই আমার ভাইকে মেরে গাছে ঝুলিয়ে দিয়েছে।’’ কিন্তু শুভঙ্করকে কেন বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হল, তার কারণ স্পষ্ট ভাবে জানা যায়নি।
Sponsored Ads
Display Your Ads Here
তবে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ‘‘মঙ্গলবার রাতেরবেলা শুভঙ্কর টাকা-পয়সা দেওয়া নিয়ে মায়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরদিন সকালবেলা দেহ উদ্ধার হয়। অতএব মানসিক অবসাদ থেকে এই আত্মহত্যা করেছে বলে মনে করা হচ্ছে।’’ উল্লেখ্য, সম্প্রতি শুভঙ্কর একটি চাকরি পেয়েছিলে। আগামী ১ লা ডিসেম্বর থেকে চাকরীতে যোগ দেওয়ার কথা ছিল।
Sponsored Ads
Display Your Ads Here