নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর চন্দননগর মহকুমা হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ মেরে আত্মঘাতী রোগী। মৃতের নাম প্রকাশ চন্দ্র বাইন। বয়স ৪৩ বছর। জানা গিয়েছে, গত শুক্রবার চন্দননগর হাসপাতালে পেটে ব্যথা রক্তবমির উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন।
হাসপাতাল সূত্রে খবর, গতকাল মধ্যরাতে হঠাৎ প্রকাশবাবু নার্সদের টেবিল থেকে একটি কাঁচি নিয়ে অন্য রোগী ও নার্সদের আক্রমণ করতে উদ্যত হন। এছাড়া ফিমেল মেডিসিন ওয়ার্ডে ঢুকে পড়েন। এরপর নার্সিং স্টাফদের ঘরের ভিতর দিয়ে গিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠে আচমকা ঝাঁপ দেন। তবে তিনি হাতে কাঁচি নিয়ে এলোপাথাড়ি হামলা করায় ভয়ে কেউ ধারে কাছে যেতে সাহস পাননি। ঝাঁপ দেওয়ার পর প্রকাশবাবুকে উদ্ধার করে জরুরী বিভাগে ভর্তি করানো হয়। তারপর অপারেশন থিয়েটারে ঢোকানোর পর রাতেরবেলা ৩টে নাগাদ মৃত্যু হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর রাতেরবেলাই প্রকাশবাবুর পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে এদিন সকালবেলা পরিবারের সদস্যরা হাসপাতালে আসেন। আর হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। অন্যদিকে, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলি কর হাসপাতাল সুপার সন্তু ঘোষকে নিয়ে ঘটনাস্থল ঘুরে দেখেন। সন্তু ঘোষ জানান, “তার চিকিৎসা চলছিল। ক্রনিক অ্যালকহলিক রোগী ছিলেন। মদ না খেলে এইরকম আক্রমণাত্মক হয়ে ওঠেন। হাতে কাঁচি নিয়ে রোগীদের ভয় দেখিয়ে পালিয়ে ছাদে উঠে হাসপাতালের পিছন দিকে লাফ দেন।”
Sponsored Ads
Display Your Ads Here