নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ আজ মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হেলিকপ্টারে নির্বাচনী আধিকারিকরা তল্লাশি চালান। ব্যাগ খুলেও তল্লাশি চালানো হয়। এদিন অমিত শাহ নিজে এই তল্লাশি চালানোর ভিডিয়ো পোস্ট করে লেখেন, “বিজেপি স্বচ্ছ নির্বাচন ও স্বাস্থ্যকর নির্বাচনী প্রক্রিয়ায় বিশ্বাস করে। নির্বাচন কমিশন যে নীতি তৈরী করেছে, বিজেপি তার সবটাই মেনে চলে। গোটা পৃথিবীতে ভারত যাতে সবচেয়ে শক্তিশালী গণতন্ত্র হিসাবে নিজের অবস্থান অটুট রাখতে পারে, সে জন্য সকলকে নিজের কর্তব্য পালন করতে হবে। স্বাস্থ্যকর নির্বাচনী প্রক্রিয়া বজায় রাখতে হবে।”
উল্লেখ্য, ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন চলছে। আর ২০ শে নভেম্বর মহারাষ্ট্রেও বিধানসভা নির্বাচন। এর আগেই নির্বাচনী প্রচারে ব্যস্ত নেতা-মন্ত্রীদের হেলিকপ্টার-বিমানে তল্লাশি চলছে। সম্প্রতি কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়্গে, মহারাষ্ট্র কংগ্রেসের প্রধান নানা পাটোলে, শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) প্রধান উদ্ধব ঠাকরের কপ্টারেও তল্লাশি চালানো হয়। এই তল্লাশি চালানো নিয়ে বিরোধী কংগ্রেস, উদ্ধবের নেতৃত্বাধীন শিবসেনা কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের জোট সরকারের দিকে আঙুল তুলেছে।
বিরোধীদের অভিযোগ, “শুধুমাত্র বিরোধী দলের নেতাদেরই নিশানা বানানো হচ্ছে।” কিন্তু নির্বাচন কমিশন এই অভিযোগ উড়িয়ে জানায়, “নির্বাচনের আগে নিয়ম মেনেই ‘রুটিন তল্লাশি’ চালানো হচ্ছে।” পাল্টা উদ্ধবের নেতৃত্বাধীন শিবসেনা নেতা সঞ্জয় রাউত প্রশ্ন করেন, “যেভাবে বিরোধীদের ব্যাগপত্তরে তল্লাশি চালানো হচ্ছে, সেভাবেই কি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ব্যাগ তল্লাশি করা হয়!”
এরপরেই গত বুধবার দেবেন্দ্র ফডণবীসের কপ্টারে নিজের ব্যাগের তল্লাশির একটি ভিডিয়ো এক্স হ্যান্ডেলে পোস্ট করে। পালঘরের হেলিপ্যাডে একনাথ শিন্ডের কপ্টারে রাখা ব্যাগ তল্লাশির ভিডিয়োও পোস্ট করা হয়।তারপর শিন্ডে বিরোধীদের পাল্টা বলেন, ‘‘এত ভয় কেন?’’ এবার শাসক দলের নেতা তথা খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর হেলিকপ্টারেও তল্লাশি চালানো হয়। নির্বাচনী আবহে অমিত শাহর হেলিকপ্টারে তল্লাশি নিয়ে ইতিমধ্যে হইচই পড়ে গিয়েছে।