পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণার পাথরপ্রতিমা ব্লকের পঞ্চমের বাজার সংলগ্ন এলাকায় গাড়ি দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। আর প্রায় ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতদের নাম শোভন পড়ুয়া, চন্দ্রকান্ত সিও ও তার স্ত্রী পার্বতী সিও। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা যায়, পাথরপ্রতিমার গঞ্জের বাজার এবং গয়াধাম এলাকার বেশ কয়েকটি পরিবার একটি সংস্থায় কাজ করে। ওই সংস্থার তরফে কর্মীদের সুন্দরবনের কৈখালিতে বেড়ানোর ব্যবস্থা করা হয়। সেই অনুযায়ী সোমবার রাতেরবেলা পঞ্চাশ জন দু’টি ম্যাটাডোরে চেপে ঝড়খালির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু ঢোলা থানা এলাকায় একটি গাড়ির টায়ার ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎয়ের খুঁটিতে ধাক্কা মেরে উল্টে যায়। স্থানীয়রা শব্দ শুনেই ঘটনাস্থলে ছুটে আসেন।
Sponsored Ads
Display Your Ads Here
পাশাপাশি ঢোলাহাট ও পাথরপ্রতিমা থানার পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে আসে। এরপর আহতদের গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে তিন জনকে মৃত বলে ঘোষণা করা হয়। আর বাকিদের প্রাথমিক চিকিৎসা শুরু হয়। তবে ন’জনের অবস্থার অবনতি হলে তাদের ডায়মন্ড হারবারে স্থানান্তরিত করা হয়। এছাড়া কয়েক জনকে স্থানীয় নার্সিংহোমেও নিয়ে যাওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Here