নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ দিনাজপুরঃ দিল্লি থেকে বাড়ি ফেরার পথে ট্রেনে এক জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত শ্রমিকের নাম সইদুর সরকার। বয়স ৩৩ বছর। বাড়ি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের বোল্লা গ্রাম পঞ্চায়েতের বদলপুর এলাকায়। এহেন মর্মান্তিক ঘটনায় সইদুরের স্ত্রী শোকগ্রস্ত হয়ে পড়েছে।
আগে সইদুর বাড়িতে কৃষিকাজ করতেন। কিন্তু এই প্রথম দশ মাস আগে স্ত্রী সরিফা বিবি ও দুই সন্তানকে নিয়ে দিল্লিতে কাজ করতে গিয়েছিলেন। সেখানে দম্পতি একটি কোম্পানীতে হাউসকিপিংয়ের কাজ করতেন। তবে সেখানে গিয়ে ছ’মাস পর থেকে সইদুরের হার্টের সমস্যা শুরু হয়। এরপর চিকিৎসা শুরু হলে চিকিৎসক বিশ্রামে থাকতে বলেছিলেন। তাই চার মাস ধরে কাজে যায়নি। ফলে শুক্রবার দিল্লি থেকে বাড়ি ফেরার ট্রেন ধরে।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু গঙ্গারামপুর পার হওয়ার পরই সইদুরের মৃত্যু হয়। তারপর সরিফা বিবি কান্নায় ভেঙে পড়ে। এদিকে, বালুরঘাট থানার জিআরপি এই ঘটনার খবর পেয়ে বালুরঘাট স্টেশনে এসে ট্রেন থেকে মৃতদেহ নামিয়ে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
Sponsored Ads
Display Your Ads Here