পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ ঘূর্ণিঝড় এলেই সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য বড়ো বড়ো বাধা প্রতিহত করে। এবার নগেন্দ্রপুর অঞ্চলের তৃণমূলের সম্পাদক প্রদীপ মণ্ডল ও তার দলবলের বিরুদ্ধে এই রক্ষাকারী ম্যানগ্রোভ অরণ্য কেটে তা পাচারের চেষ্টার অভিযোগ উঠলো। এই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ চব্বিশ পরগণার রায়দিঘির নগেন্দ্রপুর পঞ্চায়েত এলাকার সীমা ঘাট এলাকায় তুমুল শোরগোল ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে, “গত কয়েকদিন ধরেই প্রদীপ মণ্ডল এবং তার দলবলেরা নির্বিচারে ঠাকুরান নদীর চরের ম্যানগ্রোভ কাটছিল। দুর্গা পুজোর খরচ তুলতেই নাকি একের পর এক ম্যানগ্রোভ কেটে বিক্রি করতে যাচ্ছিলেন। কাঠগুলি পুলিশ প্রশাসন ও বনদপ্তরের নজর এড়িয়ে গোপনে ঠাকুরান নদীর চর থেকে সীমা ঘাট এলাকার ফাঁকা জায়গায় জড়ো করে রাখা হয়েছিল। এরপর আজ বেলায় ইঞ্চিনভ্যান ভরে পাচার করার চেষ্টা চালানো হচ্ছিল। ওই সময় এলাকাবাসীরা বনদপ্তরের কর্মীদের খবর দিলে রায়দিঘি রেঞ্জের বনকর্মীরা খবর পেয়ে সীমানার ঘাট থেকে কাঠ বোঝাই ইঞ্জিন ভ্যান আটক করে।
Sponsored Ads
Display Your Ads Here
বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন প্রায় দেড়শো টনেরও বেশী ম্যানগ্রোভ উদ্ধার করা হয়েছে। এই সমস্ত কাটা ম্যানগ্রোভ বাইন গাছ বলে জানানো হয়েছে। কিন্তু এই ঘটনায় এখনো অবধি কাউকেই গ্রেফতার করা হয়নি। তবে এই ম্যানগ্রোভ কারা কেটেছে তা জানতে বনকর্মীরা পুলিশ প্রশাসনের সহযোগীতা নিয়ে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করতে চাইছে। কিন্তু প্রদীপবাবু সমস্ত ঘটনা অস্বীকার করে এই প্রসঙ্গে জানান, “আমি এই রকম ঘটনার সাথে যুক্ত নই। শুনেছি কেউ বা কারা পাচারের চেষ্টা করছে। তবে গোটা বিষয় জানি না।”
Sponsored Ads
Display Your Ads Here