নিজস্ব সংবাদদাতাঃ পূর্ব মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুরের দিঘা যাওয়ার পথে তমলুকের ভান্ডারবেড়িয়ায়, ১১৬ নম্বর জাতীয় সড়কের উপরে একটি চার চাকার গাড়ি অন্য একটি গাড়ির সাথে সংঘর্ষের পর একাধিক সাইকেলে ধাক্কা মেরে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে নয়ানজুলিতে উল্টে পড়ে যায়। এর জেরে ঘটনাস্থলে গাড়িতে থাকা এক জন যুবক ও এক জন মহিলা দু’জনেরই মৃত্যু হয়েছে। এই যুবক এবং মহিলা দু’জনেই ঘাটালের বাসিন্দা। এছাড়া দু’জনেই সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আর এক জন আহত হয়েছে। মৃত সাইকেল আরোহীরা ভান্ডারবেড়িয়ার বাসিন্দা।
স্থানীয়েরা সূত্রে জানা গিয়েছে, গাড়িটি তীব্র গতিতে দিঘার দিকে ছুটে যাচ্ছিল। ফলে আচমকা গাড়ির চালক তথা ঘাটাল পুরসভার কোন্নগর কয়েততলার মাঠ এলাকার বাসিন্দা ভাস্কর মোদক গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে অন্য একটি গাড়িতে ধাক্কা মারে। কিন্তু তাতেও ভাস্কর গতি নিয়ন্ত্রণ করতে না পেরে পর পর তিনটি সাইকেলে ধাক্কা মারে। আর ধাক্কা মারতেই সাইকেল আরোহীরা রাস্তায় ছিটকে পড়েন। এতে সাইকেল আরোহী প্রশান্ত রায় ও রাজেন্দ্র সামন্তর মৃত্যু হয়। এরপর গাড়িটিও গাছের সঙ্গে ধাক্কা খেয়ে একেবারে দুমড়ে মুচড়ে পাশের নয়ানজুলিতে উল্টে পড়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
আর দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে, গাড়ির ইঞ্জিন ছিটকে বেরিয়ে গিয়েছিল। তমলুক থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়ি থেকে ওই মহিলা এবং গাড়ির চালককে কোনো রকমে বার করে। তবে ভাস্করকে বের করতে বেশ বেগ পেতে হয়। পরে দু’জনকেই উদ্ধার করে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি বাকি এক জন সাইকেল আরোহীকে সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু গাড়ির মধ্যে থাকা মহিলার পরিচয় জানা যায়নি।
Sponsored Ads
Display Your Ads Here