নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ গতকাল নদীয়ার শান্তিপুরে চকোলেটের লোভ দেখিয়ে ৭ বছর বয়সী শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ উঠলো প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে। এই নৃশংস ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
শিশুটির পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন ওই প্রৌঢ় বাড়ি ফাঁকা পেয়ে ওই নাবালিকাকে চকোলেটের লোভ দেখিয়ে তাকে নিয়ে আসে। এরপর ওই নাবালিকা কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে। তারপর তার পরিবারের সদস্যরা পুলিশের কাছে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আর ওই প্রৌঢ়ের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী তোলেন।
পুলিশ অভিযোগের ভিত্তিতে পকসো ধারায় মামলা রুজু করে ওই প্রৌঢ়কে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে। অন্যদিকে, এই ঘটনার পর স্থানীয় কাউন্সিলর ওই নাবালিকার বাড়িতে গিয়ে জানান, ‘‘যদি অভিযোগ যদি সত্যি হয়, তবে অভিযুক্তের কঠোর শাস্তি হওয়া উচিত।’’