রায়া দাসঃ কলকাতাঃ সকালবেলা থেকেই একনাগাড়ে বৃষ্টি অব্যাহত। এবার এই বৃষ্টির মধ্যেই ভবানীপুরের জাস্টিস দ্বারকানাথ রোডে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জন যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম সৌরভ গুপ্তা। বয়স ২২ বছর। বাড়ি বিহারে। বাবার সাথে ওই এলাকায় থাকত। এই মর্মান্তিক ঘটনায় সৌরভের পরিবার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সৌরভদের একটি ছোটো খাবারের দোকান রয়েছে। এদিন ওই রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে রাস্তার পাশের একটি দেওয়াল স্পর্শ করতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। এরপর ভবানীপুর থানার পুলিশের কাছে খবর দেওয়া হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই যুবককে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এর আগে কলকাতার রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মৃত্যুর ঘটনায় কলকাতা পুরনিগমের বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে। ল্যাম্পপোস্টের ছেঁড়া তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে।
তবে কলকাতা পুরনিগমের আলো বিভাগের মেয়র পারিষদ সন্দীপ রঞ্জন বক্সী সৌরভের মৃত্যুর ঘটনায় কলকাতা পুরনিগমের কোনো গাফিলতি নেই বলে দাবী করে বলেন, “গতকাল ঝড়-জলের জন্য পুরনিগমের তরফ থেকে আলো বন্ধ রাখা হয়েছিল। এদিনও ওই এলাকায় জল থাকায় আলো জ্বালানো হয়নি। তাছাড়া ওই বাড়ির সামনে কোনো ল্যাম্পপোস্ট নেই। দুর্ঘটনার পর সিইএসসির কর্মীরা দুর্ঘটনাস্থলে গিয়ে দেখেন, বাড়ি থেকে লাইন টেনে আলো জ্বালানো হয়েছিল। ফলে কলকাতা পুরনিগমের ল্যাম্পপোস্ট থেকে এই দুর্ঘটনা ঘটেনি।”