Indian Prime Time
True News only ....

একগুচ্ছ কর্মসূচী নিয়ে আগামীকাল শহরে আসছেন অমিত শাহ

- Sponsored -

- Sponsored -

চয়ন রায়ঃ কলকাতাঃ ২৪ শে অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কলকাতায় আসার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় ‘দানা’-র জন্য ওই সফর পিছিয়ে যায়। ফলে আগামীকাল রাতেরবেলা ১০টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পা রাখবেন। সেখান থেকে নিউটাউনের একটি হোটেলে রাতেরবেলা থাকবেন। পরদিম রবিবার একাধিক কর্মসূচী রয়েছে। সেদিন তিনি বাংলায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন।

সূত্রের খবর, রবিবার সকালবেলা ১১টা নাগাদ অমিত শাহ হেলিকপ্টারে নদীয়ার কল্যাণীতে বিএসএফের একটি অনুষ্ঠানে যোগ দেবেন। পেট্রাপোলে মৈত্রীদ্বারের উদ্বোধন করবেন। এরপর কল্যাণী থেকে দুপুরবেলা ১টা নাগাদ হুগলীর আরামবাগে একটি সরকারী কর্মসূচীতে পৌঁছানোর কথা। সেখানে সরকারী ওই সমবায় কর্মসূচী কৃষকদের সাথে কথা বলবেন। আর আরামবাগেই মধ্যাহ্নভোজ করবেন। তারপর আরামবাগ থেকে কলকাতায় এসে ৩টে ৩০মিনিট নাগাদ সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে (ইজেডসিসি) দলীয় কর্মসূচীতে যোগ দেবেন।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

পরে এদিন রাতেরবেলাই দিল্লিতে ফিরে যাবেন। মূলত, প্রতি ছ’বছর অন্তর বিজেপির সদস্য সংগ্রহ অভিযান হয়। বিভিন্ন রাজ্যে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হলেও এখনো বাংলায় তা আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। সেদিন বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক সূচনার পাশাপাশি রাজ্য বিজেপি নেতাদের সাথে সাংগঠনিক বৈঠক করতে পারেন। আগামী ১৩ ই নভেম্বর রাজ্যের ছ’টি বিধানসভা আসনে উপনির্বাচন। তার আগে দলের রাজ্য নেতাদের শাহ একাধিক নির্দেশ দিতে পারেন বলে সূত্রের খবর।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored