নিজস্ব সংবাদদাতাঃ জম্মু-কাশ্মীরঃ গতকাল কাশ্মীরের গুলমার্গে সেনার একটি গাড়িতে আচমকা জঙ্গিরা হামলা চালায়। পাল্টা জওয়ানেরাও গুলি চালান। এই অতর্কিত হানায় প্রায় ৪ জন আহত হয়েছেন। এদের মধ্যে দু’জন জওয়ান ও দু’জন মালবাহক ছিলেন। আপাতত তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, গতকাল সকালবেলা পুলওয়ামায় এক জন পরিযায়ী শ্রমিককে লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালায়। এই হামলায় উত্তরপ্রদেশের বাসিন্দা তথা ওই শ্রমিক আহত হয়েছেন। এর আগে কাশ্মীরের গান্ডেরবাল জেলার সোনমার্গের কাছে জঙ্গি হামলায় সাত জন নিরস্ত্র সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল। মৃতদের মধ্যে ছ’জন শ্রমিক সহ এক জন চিকিৎসক ছিলেন। ওই হামলার পর বুধবার জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা রাজধানীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠক করেছিলেন। এই বৈঠকে উপত্যকার সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছিল।
কিন্তু ওই বৈঠকের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের ভারতীয় সেনার একটি গাড়িতে জঙ্গিরা হামলা চালিয়েছে। সম্প্রতি কাশ্মীর উপত্যকায় যেভাবে একের পর এক জঙ্গি হানার ঘটনা ঘটেছে, তাতে জম্মু-কাশ্মীরের প্রশাসন উদ্বিগ্ন। বিশেষ করে সাধারণ মানুষের উপর জঙ্গিরা হামলা চালাচ্ছে। যদিও সোনমার্গে জঙ্গি হামলার দায় ‘টিআরএফ’ (দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট) নামে এক জঙ্গিগোষ্ঠী স্বীকার করেছে। পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা থেকে এই সংগঠনের জন্ম। এর আগেও কাশ্মীর উপত্যকায় টিআরএফের একাধিক নাশকতামূলক কাজে নাম জড়িয়েছিল।