নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার তেহট্টে এক জন কিশোরকে লাউ ও পালং শাক চুরির করার শাস্তি হিসেবে কিশোরকে নগ্ন করে গাছে ঝুলিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠলো ক্ষেত মালিকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক বেতাইয়ের বাসিন্দা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোর পাড়ার পুকুরপাড়ের একটি সবজি ক্ষেত থেকে লাউ এবং পালং শাক চুরি করার সময় এক জন যুবক দেখে ফেলেন। এরপর ঘটনাটির ভিডিয়ো করে জমির মালিককে দেখালে তিনি ওই কিশোরকে পাকড়াও করে নগ্ন করে গাছে ঝুলিয়ে দেন। আর মারধরও করেন। এদিকে, ওই কিশোরের পরিবার বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে গোটা বিষয়টি খতিয়ে দেখার কাজ শুরু করে। আর দোষ প্রমাণ হলে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়।
Sponsored Ads
Display Your Ads Here