নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ ঘূর্ণিঝড় ‘দানা’-র প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টি হচ্ছে। হাওয়া অফিসও আগে থেকে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে। তবে এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঝড়-বৃষ্টির মাঝে গতকাল বিকেলবেলা কয়েক জন মৎস্যজীবী ডিঙিতে চেপে গঙ্গায় ইলিশ ধরতে বেরিয়েছিলেন। কিন্তু ফরাক্কায় একটি ও সামশেরগঞ্জে দু’টি ডিঙি নৌকা ডুবে যায়। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে নদীতে ঝাঁপ দিয়ে কয়েক জনকে টেনে তীরে তোলেন। ইতিমধ্যে প্রায় ১৬ জন মৎস্যজীবী নিখোঁজ হয়েছেন। আর এই ঘটনায় তাদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন।
জানা গেছে, এদিন স্থানীয় কয়েক জন মৎস্যজীবী গঙ্গায় মাছ ধরতে গিয়েছিলেন। সেই দলে দশ থেকে বারো বছর বয়সী কয়েক জন শিশুও ছিল। তবে সন্ধ্যাবেলা নাগাদ ফরাক্কার অর্জুনপুর গঙ্গার ঘাটে একটি ডিঙি নৌকা এবং সামশেরগঞ্জের লোহরপুর, সিকদারপুর ও ধুলিয়ান পুরসভার এক নম্বর ঘাটে দু’টি ডিঙি নৌকা উল্টে যায়। দুই ব্লকে প্রায় কুড়ি জন গঙ্গায় তলিয়ে যান। প্রথমে স্থানীয়রা নেমে কয়েক জনকে উদ্ধার করে অনুপনগর হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। আর পুলিশও খবর পেয়ে গঙ্গার ঘাটে পৌঁছে যায়। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনীও উদ্ধারকাজে নেমে পড়েন। এসডিপিও গোটা ঘটনাটির তদারকি করছেন।
Sponsored Ads
Display Your Ads Here