চয়ন রায়ঃ কলকাতাঃ গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জরুরী বৈঠকের পর আজ নবান্নে মুখ্যসচীব পূর্ত দপ্তরের আধিকারিকদের সাথদ বৈঠক করে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। জানানো হয়েছে, ‘‘২৫ শে অক্টোবরের মধ্যে রাজ্যের অন্য সব মেডিকেল কলেজ ও হাসপাতালের ‘রাত্তিরের সাথী’ বা নিরাপত্তার কাজ এবং রেস্টরুমের কাজ শেষ করতে বলা হয়েছে। আর জুনিয়র চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় তদন্ত চলায় আর জি কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের কাজ শুরু করতে দেরী হওয়ায় ৩১ শে অক্টোবরের মধ্যে পূর্ত দপ্তরকে শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে।’’
পাশাপাশি আর জি কর কাণ্ডের পর সুপ্রিম কোর্টও সরকারী হাসপাতালগুলোর নিরাপত্তায় বিশেষ জোর দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। গত শুনানিতেও রাজ্য সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে, তা দেশের শীর্ষ আদালত জানতে চায়। এছাড়া হাসপাতালগুলোতে সিসিটিভি বসানোর সাথে সাথে যাতে নিরাপত্তার দায়িত্বে কোনো সিভিক ভলান্টিয়র না থাকেন, তাও স্পষ্ট করে দিয়েছে।