Indian Prime Time
True News only ....

দশটি ইঞ্জিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে ইএসআই হাসপাতালের বিধ্বংসী আগুন

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ ভোর ৫টা নাগাদ শিয়ালদহের ইএসআই হাসপাতালে লাগা অগ্নিকাণ্ডকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন হাসপাতালের দোতলা থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখে দমকল বিভাগকে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা খবর পেয়ে দ্রুত দশটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন।

জানা গেছে, ওই হাসপাতালে আশি জন রোগী চিকিৎসাধীন ছিলেন। যখন আগুন লাগে, তখন অনেকেই ঘুমিয়ে ছিলেন। এই পরিস্থিতিতে অধিকাংশ রোগীকেই নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। আর আগুনের সম্ভাব্য উৎসস্থল মেল সার্জারি ওয়ার্ডের আশপাশ সহ আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় তিন তলা থেকেও রোগীদের নামিয়ে আনা হয়। কোনো কোনো রোগীকে আবার মানিকতলা ইএসআই হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কিন্তু কালো ধোঁয়ায় এক জন রোগীর শ্বাসকষ্ট শুরু হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, “পুজোর কারণে অনেক রোগীই ছুটি পেয়ে বাড়ি ফিরেছিলেন। বড়ো ক্ষয়-ক্ষতি কিংবা প্রাণহানি এড়ানো গিয়েছে। দমকলকর্মীরা সাহসের সঙ্গে কাজ করেছেন।” তবে প্রাণহানি না ঘটলেও হাসপাতালের পরিকাঠামোগত ক্ষয়-ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। কিন্তু এই আগুন ঠিক কি কারণে লেগেছে তা জানতে দমকল আধিকারিকরা গোটা বিষয়টি খতিয়ে দেখছে। এদিকে, আগুন লাগার খবর পেয়ে চিকিৎসাধীন রোগীর পরিবার দ্রুত হাসপাতালে এসে পৌঁছান।

Get real time updates directly on you device, subscribe now.