নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়াঃ আতশবাজি প্রদর্শনী দেখতে গিয়ে আজ পুরুলিয়ার জেলেপাড়া এলাকায় একটি পুরনো বাড়ির ছাদ ধসে ২ জনের মৃত্যু হয়। মৃতরা হলো ঝাড়খণ্ডের ঝরিয়ার বাসিন্দা মোহন ধীবর ও সোনালী ধীবর। আর বেশ কয়েক জন আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যাবেলা শহরের জেলেপাড়ার ধীবর সমিতি দুর্গাপুজো কমিটির তরফে আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হয়। ওই প্রদর্শনীতে কয়েক হাজার দর্শনার্থী জমায়েত হয়েছিলেন। আর ওই প্রদর্শনী দেখার জন্য কয়েক জন এলাকাবাসী এলাকার স্থানীয় একটি পুরোনো বাড়ির ছাদে উঠে পড়েন। কিন্তু নড়বড়ে ওই ছাদ এতো মানুষের ভার বহন করতে না পেরে আচমকাই কার্নিস হুড়মুড় করে ভেঙে পড়ে। এরপরই উপর থেকে বেশ কয়েক জন পড়ে যান।
এমনকি রাস্তায় দাঁড়ানো বেশ কয়েক জন মানুষ ধ্বংসস্তুপের তলায় চাপা পড়ে যান। পাশাপাশি উৎসবে অংশগ্রহণ করা দর্শনার্থীরাও আতঙ্কিত হয়ে পড়েন। এদিকে, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায়। আর ধ্বংসস্তুপ সরিয়ে প্রাথমিক ভাবে মোট তেরো জনকে উদ্ধার করেছে। ইতিমধ্যে আহতদের পুরুলিয়া সরকারী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসকেরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়া ধ্বংসস্তুপের নীচে আর কেউ আটকে রয়েছেন কিনা তা জানতে উদ্ধারকাজ চলছে।