নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ আজ বীরভূমের মল্লারপুরের সাতবেড়িয়ায় একটি মাঠে অজ্ঞাতপরিচিত এক জন অন্তঃসত্ত্বার দগ্ধ দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এমনকি দগ্ধ অবস্থায় মহিলার গর্ভস্থ সন্তানের হাত-পা দেখা যাচ্ছিল। যা দেখে সকলে শিউরে ওঠেন। তবে মহিলার দেহ এমন ভাবে পুড়ে গিয়েছে যে, তাকে শনাক্ত করা যাচ্ছে না।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন স্থানীয়রা গ্রামের একটি মাঠে ওই মহিলার দগ্ধ দেহ দেখতে পান। এরপর দ্রুত মল্লারপুর থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। পাশাপাশি ওই মহিলাকে এই মাঠে এনে খুন করে পোড়ানো হয়েছে, না কি অন্য কোথাও খুন করে পোড়ানো হয়েছে, তা জানার চেষ্টা চলছে। তবে প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, তাকে খুন করে ওই মাঠে পোড়ানো হয়েছে।
অন্যদিকে, আশপাশের এলাকার লোকজনকে জিজ্ঞাসা করে ওই মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে। আর ওই মহিলা স্থানীয় কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া তার পরিচয় জানতে ডিএনএ সংগ্রহ করা হতে পারে। আপাতত মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।