Indian Prime Time
True News only ....

প্রশাসনের অনুমতি না মেলায় এবার বন্ধ হলো ‘শালবাগানের সর্বমিলন সঙ্ঘের পুজো’

- sponsored -

- sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ নদীয়ার রানাঘাটের ১১২ ফুট পুজো, উত্তর চব্বিশ পরগণার টিটাগড়ের ওয়াগন লিমিটেডের পুজোর পর এবার বর্ধমানের শালবাগানের পুজো বন্ধ হলো। শালবাগানের সর্বমিলন সঙ্ঘ প্রশাসনের বিরুদ্ধে অসহযোগীতার অভিযোগ তুলে পুজো না করার সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যেক বছরই এই ক্লাব বড়ো করে পুজো করে। এবারেও তাদের থিমে পাহাড়। বৈষ্ণবদেবী মন্দিরের আদলে তৈরী থিমের এই প্যান্ডেলে প্রায় বাইশ ফুট উঁচুতে উঠতে হয়। কিন্তু অতি সম্প্রতি প্রশাসনের তরফে নিরাপত্তার কারণ দেখিয়ে প্যান্ডেলে চড়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়।

সর্বমিলন সঙ্ঘের সম্পাদক বিশ্বজিৎ মন্ডল জানান, ‘‘তারা প্রশাসনের কথামতো শেষ মুহূর্তে কিছু সংশোধন করে প্যান্ডেলের কাজ প্রস্তুত করেন। তবুও অনুমতি মেলেনি।’’ এর পরিপ্রেক্ষিতে উদ্যোক্তারা জানিয়েছেন, ‘‘দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়ে পুজো সাজানো হয়েছে। উঁচুতে না উঠে ঠাকুর দেখতে হলে এই মণ্ডপের কোনো আকর্ষণ থাকবে না। তাই পুজো না করার কথা ভাবা হচ্ছে। তবে প্রশাসনের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে।’’

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

এদিকে এও জানানো হয়েছে যে, ‘‘এরই মধ্যে যারা পুজো দেখতে আসছেন। তাঁরা মণ্ডপের বাইরে থেকে ফেরত যাচ্ছেন। সাধারণ দর্শনার্থীদের মধ্যেও থিম না দেখতে পাওয়ার আক্ষেপ রয়েছে।’’ আর পুজো করতে না পেরে উদ্যোক্তারাও অত্যন্ত ভেঙে পড়েছেন। অন্যদিকে, দুর্গাপুজা সমন্বয় কমিটির পক্ষ থেকে সুকান্ত দাস জানান, ‘‘এই সিদ্ধান্ত নেওয়ার পরিপ্রেক্ষিতে সংগঠন আগামী ১৪ তারিখে যে কার্নিভাল হবে তাতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’’

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored