পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণার জয়নগরে ন’বছর বয়সী চতুর্থ শ্রেণীর এক শিশুকে ধর্ষণ ও খুনের অভিযোগে এলাকা রণক্ষেত্রের আকার ধারণ করে। উত্তেজিত জনতা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে এলাকায় বিক্ষোভ দেখাচ্ছেন। থানা ঘিরে রেখে থানায় ভাঙচুর সহ মহিষমারিতে পুলিশ ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে মহিষমারি এলাকায় এক শিশুর দেহ পুকুর থেকে উদ্ধার করা হয়। পরিবার জানিয়েছে, ‘‘দুপুরবেলা ওই শিশু কোচিংয়ে পড়তে গিয়েছিল। কিন্তু কোচিং থেকে আর বাড়ি ফেরেনি। এরপর তাকে খুঁজে না পেয়ে মহিষমারি পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানাতে গেলে প্রথমে পুলিশের তরফে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। বরঞ্চ জয়নগর থানায় অভিযোগ জানাতে হবে বলেছিল। পরিবারের দাবী, অভিযোগের কথা শুনেই পুলিশ তৎপর হয়ে উঠলে শিশুকে হয়তো বাঁচানো যেত।’’ পরে পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এক জন যুবককে গ্রেফতার করেছে।
পাশাপাশি ওই পরিবারের পক্ষ থেকে দোষীর কঠোর শাস্তির দাবী জানানো হয়েছে। এছাড়া পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন। এদিকে, এদিন বাসিন্দারা ঝাঁটা, লাঠি ও বাঁশ নিয়ে পুলিশ ফাঁড়িতে চড়াও হয়ে ভিতরে ঢুকে ভাঙচুর চালান। এমনকি পুলিশ ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়া হয়। আর অনেক গুরুত্বপূর্ণ নথি জ্বালিয়ে দেওয়া হয়। পুলিশ পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে। তবে তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় কাদানে গ্যাস ছোঁড়ে। পাশাপাশি এলাকার মানুষকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা চলছে। আর এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।